COVID-19 হাসপাতাল হিসেবে ঘোষণা করা হল হাওড়ার T L জয়সওয়াল হাসপাতালকে

Spread the love

এবার COVID-19 হাসপাতাল হিসেবে ঘোষণা করা হল হাওড়ার T L জয়সওয়াল হাসপাতালকে। রাজ্য সরকারের তরফে প্রকাশিত একটি নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। উত্তর হাওড়ার এই হাসপাতালকে চতুর্থ পর্যায়ের আড়াইশো শয্যাবিশিষ্ট হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রশাসনের তরফে। হাওড়া শহর ও গ্রামীণ হাওড়ায় ক্রমাগত বাড়তে থাকা আক্রান্তের সংখ্যার দিকে নজর দিয়ে সরকারের এমন সিদ্ধান্ত।

গোলাবাড়ি ILS, সঞ্জীবন, সত্যবলা ID, বালটিকুরি ESI-এর পর উত্তর হাওড়ার এই হাসপাতালকে চিহ্নিত করা হল COVID-19 হাসপাতাল হিসেবে। পাশাপাশি ডুমুরজলা স্টেডিয়ামসহ একাধিক জায়গাকে কোয়ারানটিন সেন্টার করা হয়েছে।

পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পর হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। ব্যতিক্রম নয় হাওড়াও। এই মুহূর্তে কোরোনা আক্রান্তের নিরিখে হাওড়ার স্থান দ্বিতীয়, অর্থাৎ কলকাতার ঠিক পরেই। শেষ ২৪ ঘণ্টায় হাওড়ায় কোরোনায় আক্রান্ত হয়েছেন ৬২ জন। সবমিলিয়ে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ১৩২৬। মৃতের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৪৬। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০২ জন। ফলে, হাওড়া এখন রাজ্য প্রশাসনের কাছে মাথাব্যথার কারণ। তাই আক্রান্তদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতাল বাড়ানোর তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*