কোভিড পজিটিভ এক ব্যবসায়ী, বন্ধ হগ মার্কেটের একাংশ

Spread the love

এক ব্যবসায়ীর কোভিড পজিটিভ মেলায় বৃহস্পতিবার হগ মার্কেটের ওল্ড কমপ্লেক্সের একাংশ বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৪ দিন বন্ধ থাকবে এই মার্কেট। লকডাউন শুরু হওয়ার পর থেকে বন্ধই রয়েছে নিউ মার্কেট, গড়িয়াহাট বাজার, ভিআইপি বাজার, এন্টালি মার্কেট-সহ কলকাতা পুরসভার অধীনস্থ ৪৬টি বাজার। ১ জুন, সোমবার সেগুলি খুলে দেওয়া হয়েছে।

সকাল ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই মার্কেটগুলো খোলা রাখা হচ্ছে। কিন্তু লকডাউনের প্রায় আড়াই মাস পরে খুলতে না খুলতেই ফের বিপর্যয়ের মুখে ধর্মতলার হগ মার্কেটের ব্যবসায়ীরা।

কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনের ঢিল ছোড়া দূরত্বে হগ মার্কেটের ওল্ড কমপ্লেক্সে এক দোকানদারের করোনা ধরা পড়ল।বুধবার এই খবর চাউর হতেই হগ মার্কেট সহ গোটা নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

বাজার বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর আচমকা জ্বর আসে। তারপর থেকেই কোভিড উপসর্গ নিয়ে ভুগছিলেন। এদিকে পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, নিউ মার্কেটের ভিতরের অংশে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

এদিকে, হগ মার্কেটে বসানো হয়েছে স্যানিটাইজেশন গেট। বাজারে ঢোকার মুখে গোটা শরীর স্যানিটাইজ করা হবে। পরীক্ষামূলক ভাবে হগ মার্কেটের ১ নম্বর গেটের সামনেই এই স্যানিটাইজিং গেট বসানো হয়েছে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে,নিউ মার্কেটের মতো একটি ব্যস্ত বাজারে এমনিতেই ভিড় বেশ থাকে। সেক্ষেত্রে এখানে জীবাণু দূরীকরণ ঠিকভাবে না হলে বিপদ হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*