সামান্য নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ, গত ২৪ ঘণ্টায় মৃত্যু তিনজনের

Spread the love

রাজ্যে টানা ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মাঝে সপ্তাহান্তে সামান্য স্বস্তি। খানিকটা কমল দৈনিক সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৪৯৯। শুক্রবার ১৭০০-র বেশি ছিল সংক্রমিতের সংখ্যা। একদিনে মৃত্যু হয়েছে তিনজনের। এর মধ্যে একজন উত্তরবঙ্গের বাসিন্দা। পরিসংখ্যান বলছে, চলতি বছর উত্তরবঙ্গে এই প্রথম করোনায় মৃত্যু। আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অবশ্য এদিন আক্রান্তের সংখ্যা শূন্য। রাজ্যে পজিটিভিটি রেট প্রায় ১৫ শতাংশ। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি কলকাতায়। একদিনে এখানে ৫৫০ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে কোভিড সংক্রমিতের সংখ্যা ৪২৯। সবচেয়ে কম সংক্রমণ পুরুলিয়ায়। একদিনে মাত্র ১ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। তবে বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। এই মুহূর্তে তা ৯২৯০। 

শনিবার করোনায় সংক্রমিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ২৮ জুন করোনা আক্রান্ত  ওই রোগী ভরতি হয়েছিলেন। তাঁর টিকা নেওয়া ছিল। শনিবার সকাল ৭টা নাগাদ মৃত্যু হয় তাঁর। তার শ্বাসকষ্ট ছিল। মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা বলেন,”সংক্রমিত অবস্থায় খাবার আটকে শ্বাসকষ্ট দেখা দেয়।  তারপর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভরতি করা হয় ২৮ জুন। চেস্ট ইনফেকশন ধরা পড়ে। শুক্রবার থেকে অবস্থার অবনতি ঘটেছিল তাঁর।” চলতি বছর উত্তরবঙ্গে প্রথম করোনা রোগীর মৃত্যু বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*