তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পদে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শপথ গ্রহণের পরেই মমতা বললেন, ‘কোভিড মোকাবিলায় পদক্ষেপ করাই আমাদের প্রথম কাজ। রাজনৈতিক হিংসা বন্ধ করা দ্বিতীয় কাজ’।
রাজনৈতিক দলগুলিকে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘শান্তি বজায় রাখুন। বাংলায় অশান্তি চাই না। কেউ যেন প্রতিহিংসাপরায়ণ আচরণ না করেন। হিংসা ছড়ালে কাউকে রেয়াত করা হবে না’।
এদিন শপথ নেওয়ার পর বোন সম্বোধনে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান রাজ্যপাল। বলেন, ‘আমরা গভীর সংকটে আছি। সবার আগে দরকার রাজনৈতিক হিংসা বন্ধ করা। আশা করি, মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ করবেন’।
Be the first to comment