বাংলায় সামান্য কমলো সংক্রমণ, উদ্বেগ কলকাতা নিয়েই

Spread the love

গত কয়েকদিনেই ট্রেন্ড বদলে বাংলায় সামান্য কমল করোনা সংক্রমণ। কমল মৃত্যুর সংখ্যাও। গত তিনদিন ধরে বাংলায় দৈনিক কোভিড মৃত্যুর গ্রাফ ছিল ঊর্ধ্বগামী। রবিবারের কোভিড বুলেটিন অনুযায়ী অবশেষে কমল দৈনিক সংক্রমণ ও কোভিড মৃত্যু হার।

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। শনিবারের তুলনায় তিন জন কম। এদিকে, রাজ্যে সামান্য কমল দৈনিক সংক্রমণো। রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৩৮ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ১৩২ জন। এদিকে, রাজ্যে কিছুটা হলেও কমেছে কোভিড পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টেস্ট হয়েছে ৫৩ হাজার ৮৭৬ জনের। কমেছে পজিটিভিটি রেটও। বাংলায় বর্তমান পজিটিভিটি রেট ২৭.৭৩। কলকাতার পজিটিভিটি রেট ৩৯.২৩ %। সংক্রমণ ও মৃত্যুতে এখনও তালিকার শীর্ষে কলকাতা। মহানগরে একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের।

তবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় সামান্য হলেও কমেছে আক্রান্তের সংখ্যা। একদিনে শহরে করোনায় আক্রান্ত ৩৮৯৩ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৬৫ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ১০২৯ জন। দার্জিলিঙে আক্রান্ত ৫৯৭ জন। হাওড়ায় আক্রান্ত ৬৮৪ জন। হুগলিতে আক্রান্ত ৭৪৫ জন।

রাজ্যের মৃত্যুর পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞ মহলে। মোট ৩৬ জনের মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে ১২ জনের। তালিকায় এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ৫ জনের। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু তিনজনের। এছাড়াও হাওড়াতে চারজন, পূর্ব বর্ধমানে দুইজন, উত্তর দিনাজপুরে একজন করে মৃত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*