মহামারীর আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে দেশ। সংক্রমণ নিম্নমুখী বঙ্গেও। রাজ্যে টানা তিনদিন কমল করোনা সংক্রমণের গ্রাফ। কমছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যাও। সবমিলিয়ে উৎসবের মরশুমের আগেই মহামারী মুক্তির আশায় বুক বাঁধছে চিকিৎসক মহল।
শনিবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের দেওয়া করোনা পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬১ জন। শুক্রবার যা ছিল ৪৭২। এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১,০২,০০৮। একদিনে মৃত্যু হয়েছে তিনজনের। মৃত্যুহার ১.০২ শতাংশ। করোনা রাজ্যে প্রাণ হারিয়েছেন মোট ২১,৪২০।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭০৬ জন। শতকরা হিসেবে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ২০,৭৪,৭০৪ জন। এই মুহূর্তে পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ৪.১১ শতাংশ। শুক্রবারও পজিটিভিটি রেটও ছিল ৫ শতাংশের নিচে। রাজ্যের কোভিড গ্রাফের দিকে তাকালে দেখা যাচ্ছে, এই মুহূর্তে অ্য়াকটিভ করোনা রোগীর সংখ্য়া ৬৮৮৪। তার মধ্যে মাত্র ১৮৪ জন হাসপাতালে। বাকিরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ২০৯, যার মধ্যে ৪.১১ শতাংশ রিপোর্ট পজিটিভ। করোনাকে নির্মূল করতে প্রতিদিনই বাড়ছে করোনা পরীক্ষার সংখ্যা। শুক্রবারের তুলনায় শনিবার নমুনা পরীক্ষা হয়েছে অনেক বেশি।
Be the first to comment