সাংসদদের দেওয়া হল কোভিড কিট

Spread the love

দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। কোরোনা বিধি মেনেই অত্যন্ত সতর্কতা মেনেই অধিবেশনে সামিল হয়েছেন সাংসদরা। ১৮ দিন ধরে চলবে এই অধিবেশন। তার আগে বাদল অধিবেশনে যোগ দেওয়া সমস্ত সাংসদদের কোভিড-১৯ কিট পাঠান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন থেকে দেওয়া এই কোভিড-১৯ কিটে রয়েছে ৪০টি ডিসপোজেবল মাস্ক, পাঁচটি N-৯৫ মাস্ক, ৫০ ml – এর ২০ বোতল স্যানিটাইজার, ফেস শিল্ড, ৪০ জোড়া গ্লাভস, দরজা খোলা ও বন্ধ করার জন্য টাচ ফ্রি হুক, ভেষজ স্যানিটাইজেশন ওয়াইপ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কারি টি ব্যাগ। প্রতিটি কিটের সঙ্গে কোভিড-১৯ ম্যানুয়ালও দেওয়া হয়েছে।

কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে । ছেঁটে ফেলা হয়েেছ একাধিক নিয়ম । অধিবেশনের আগে হয়নি কোনও সর্বদল বৈঠক । জিরো আওয়ারের সময়সীমা আধ ঘণ্টা করে দেওয়া হয়েছে । থাকছে না কোনও প্রশ্নোত্তর পর্ব ।

এখনও পর্যন্ত সাতজন কেন্দ্রীয় মন্ত্রী এবং দু ডজন সাংসদ কোরোনা থেকে সুস্থ হয়েছেন । একজন সাংসদ ও বেশ কয়েক জন MLA- এর মৃত্যু হয়েছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*