বর কোভিড পজিটিভ ৷ তাতে কী ! ওই অবস্থাতেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৷ পিপিই পরে সাত পাকে বাঁধা পড়লেন বর-কনে ৷ বিয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এই অবস্থায় বিয়ে করার জন্য অনেকেই ওই দম্পতির সমালোচনা করেছেন ৷ তবে কোভিড নিয়ম মেনে বিয়ে করায় খুশি পুলিশ ও প্রশাসন ৷
মধ্যপ্রদেশের ঘটনা ৷ বরের করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছিল ৷ এরপরই তিনি পিপিই পরে বিয়ে করার সিদ্ধান্ত নেন ৷ বর ও কনে পিপিই পরে যাবতীয় আচার-অনুষ্ঠান পালন করে বিয়ে করেন ৷ ব্যকড্রপে চলছিল পুরোহিতের মন্ত্র ৷ বিয়ের আসরে ছিলেন মাত্র তিন জন ৷ সবাই পিপিই পরে ছিলেন ৷
সংবাদসংস্থা এএনআই এই বিয়ের ভিডিয়ো পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায় ৷ এই অতিমারির পরিস্থিতিতে কোভিডে সংক্রমিত অবস্থায় এখনই কেন তাঁরা বিয়ে করলেন, তা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন ৷
তবে পুলিশ এই বিয়েতে খুব খুশি ৷ মধ্যপ্রদেশের ভিন্ডের এক শীর্ষ পুলিশকর্তা বলেছেন, ১০ জনেরও কম অতিথিকে বাড়িতে নৈশভোজ খাইয়েছেন দম্পতি ৷ ভিন্ডের পুলিশসুপারের কথায়, “১০ জনেরও কম অতিথিকে খাইয়েছেন দম্পতি ৷ কোভিডের নির্দেশিকা মেনে চলার জন্য এমন দম্পতিকে পুরস্কার দেওয়া উচিত ৷ তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সরকারি গাড়ি দেওয়া হয়েছে ৷”
মধ্যপ্রদেশের কোভিড নির্দেশিকা অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন অতিথি উপস্থিত থাকতে পারবেন ৷ ওই দম্পতি তার থেকে অনেক কম অতিথিদের আমন্ত্রণ জানানোয় ও কোভিড নিয়ম মানায় সন্তুষ্ট পুলিশ ৷
Be the first to comment