করোনা আক্রান্ত কলকাতার পৌর কমিশনার এবং মেয়রের ওএসডি

Spread the love

এবার করোনা আক্রান্ত হলেন কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার। সেইসঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুও করোনা পজিটিভ ৷

সম্প্রতি মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠান থেকে ফেরার পর করোনা পজিটিভ হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ৷ বরো চেয়ারম্যান সাধনা বসু এবং করোনা আক্রান্ত হয়েছিলেন কলকাতা পৌরনিগমের বেশ কয়জন কর্মী ৷ এই পরিস্থিতিতে রাজ্যের করোনা গ্রাফ ক্রমশ চড়ছে ৷ কলকাতা সেই তালিকায় শীর্ষে । সেই করোনা থাবা থেকে বাদ পড়লেন না কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার এবং মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় ৷

করোনার উপসর্গ দেখা দেওয়ায় কয়েকদিন ধরেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন কলকাতার পৌর কমিশনার বিনোদ কুমার ৷ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ অন্যদিকে, মেয়েরের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় সপরিবারে আক্রান্ত হয়েছেন করোনায় ৷ তিনিও বাড়িতে আইসোলেশনে আছেন ৷ ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু করোনায় আক্রান্ত হয়েছেন ৷ একাধিক পৌরকর্মী ও আধিকারিকরা আক্রান্ত হলেও, গোটা পৌরভবন জীবাণুমুক্ত করার বিষয় তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ একইভাবে কন্টেনমেন্ট জোন করার ঘোষণা থাকলেও সেখানে ব্যারিকেড দেওয়া বা বাড়তি কোনও তৎপরতা নজরে আসেনি সেই ভাবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*