মাস্ক-স্যানিটাইজার ব্যবহার, দূরত্ব বিধিপালনের সুফল যে মিলেছে বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ জন। যা আগের দিনের তুলনায় কম। এদিন ফের রাজ্যে করোনায় মৃতের সংখ্যা শূন্য।
২০২০ সালের মার্চে করোনা থাবা বসিয়েছিল বাংলায়। লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘরবন্দি হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। বাংলার ছবিটাও একই ছিল। পরবর্তীতে পরিস্থিতি খানিকটা আয়ত্তে আসতে ফের জনজীবন স্বাভাবিক হতেই বেড়েছে সংক্রমণ। তবে বারবার কড়াভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে রাজ্য সরকার। সেই কারণেই তৃতীয় ঢেউ কাটিয়ে অতি দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠেছে বাংলা। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১৬ হাজার ৪৩৮ জন। পজিটিভিটি রেট ০.৩৬ শতাংশ।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১,১৮৭ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১১৮। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৭৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ০৪০ জনের। মোট টেস্টিং ২৪, ৪৯৪, ৪৮৫।
পরিস্থিতি আয়ত্তে এলেও জোরকদমে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা নিয়েছেন ৬৩, ৭৬২ জন। ইতিমধ্যেই ৫৯ লক্ষ ১০৫ হাজার ০০০ জনের টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে।
Be the first to comment