কোভিডে মৃতদের ৪ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়া অসম্ভব, শীর্ষ আদালতকে বলল কেন্দ্র

Spread the love

দেশে সরকারি ভাবে কোভিডে মৃত্যু হয়েছে কয়েক লক্ষ মানুষের। কোভিডে মৃত সকল ব্যক্তির পরিবারকে যদি ৪ লক্ষ টাকা করে দিতে হয় তাহলে দুর্যোগ মোকাবিলা তহবিল শেষ হয়ে যাবে বলে সুপ্রিমকোর্টকে জানাল কেন্দ্র। তাই এই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না এই ক্ষেত্রে। প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালে ৪ লক্ষ টাকা অর্থ সাহায্য করা হয় সেই ব্যক্তির পরিবারকে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জনের। অতিমারীর দ্বিতীয় ঢেউতে আরও বিধ্বস্ত হয়েছে দেশ। এই পরিস্থিতি কেন্দ্রের করোনা মোকাবিলার নীতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সমালোচনার মুখেও পড়তে হয়েছে মোদী সরকারকে। টিকাকরণ নিয়ে শীর্ষ আদালতের ভর্তসনা শুনতে হয়েছে। যারপর টিকাকরণ নীতি বদলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে দেশে শীঘ্রই তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

আইন অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে মারা গেলে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে করোনাকে দুর্যোগ হিসেবে ঘোষণা করলেও কেন্দ্রের পক্ষে সেই পরিমাণ ক্ষতিপূরণ সবাইকে দেওয়া সম্ভব নয়। কেন্দ্রের বক্তব্য, করোনা আবহে স্বাস্থ্যখাতে রাজ্যগুলির খরচ অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যগুলির পক্ষে করোনায় মৃত প্রতিজনের পরিবারকে চার লক্ষ টাকা অর্থ সাহায্য করা সম্ভব হবে না। এছাড়াও পরবর্তী সময়ে মৃতের সংখ্যা আরও বাড়বে। সেক্ষেত্রে সবাইকে এই ক্ষতিপূরণ দেওয়া হলে রোগে প্রাণ হারানোর ক্ষেত্রেও একই অর্থ প্রাপ্য পরিবারগুলির।
[20/06, 2:18 PM

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*