পূর্ব বর্ধমান জেলায় করোনা টিকার ব্যাপক আকাল চলছে। বাসিন্দাদের অনেকেই টিকার জন্য হাসপাতালে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে বেসরকারি জায়গাতেও টিকার খোঁজ করছেন।
দিনের পর দিন টিকা না পাওয়ার হতাশা ও ক্ষোভ বাড়ছে জেলার বাসিন্দাদের মধ্যে। কবে সেই অভাব কাটবে সে ব্যাপারে সুনির্দিষ্ট ভাবে কিছু জানাতে পারছে না জেলা প্রশাসনও।
আগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি কাটোয়া মহকুমা হাসপাতাল, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে করোনার টিকা দেওয়া হচ্ছিল। বিভিন্ন বেসরকারি হাসপাতাল অর্থের বিনিময় করোনার টিকা দিচ্ছিলো। করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে তাল মিলিয়ে এখন বাসিন্দাদের মধ্যে টিকা নেওয়ার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ঠিক সেই সময় জেলায় টিকা নেই বললেই চলে। টিকা না থাকায় অনেক স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে।
Be the first to comment