রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক সম্মেলনে এক নতুন পরিকল্পনার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, বাংলার করোনা জয়ীদের নিয়ে তৈরি হয়েছে ‘কোভিড ওয়ারিয়র্স ক্লাব।’
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা একটা নতুন পদক্ষেপ নিয়েছি। অনেকেই রয়েছেন যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছেন, কোভিডকে দেখে এসেছেন, কোভিডের বিরুদ্ধে লড়াই করে এসেছেন এবং কোভিডকে জয় করে এসেছেন। তাঁদের নিয়ে একটা কোভিড ওয়ারিয়র্স ক্লাব আমরা তৈরি করেছি।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই বহরমপুরে এই ক্লাব শুরু হয়েছে। ধীরে ধীরে সব জেলায় এমনকি কলকাতাতেও এই ক্লাব ছড়িয়ে পড়বে।
মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই বাংলায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৫ শতাংশ মানুষ। তাঁরা করোনাকে কাছ থেকে দেখেছেন। করোনার বিরুদ্ধে লড়াই করেছেন। তাই এই পরিস্থিতি তাঁরা অন্যদের থেকে ভাল জানেন। তাই তাঁরা যদি বিভিন্ন হাসপাতালে কাজ করেন। সেখানে অন্যান্য রোগীদের দেখভাল করা কিংবা তাঁদের সঙ্গে কথা বলার কাজ করেন, তাহলে তা অন্য রোগীদেরও দ্রুত সুস্থ করে উঠতে সাহায্য করবে।
বহরমপুরে ইতিমধ্যেই ৬০ জন এই কাজে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের একটা কাউন্সেলিংও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই ৬০ জনের মধ্যে ১০ জন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, ১০ জন মালদা মেডিক্যাল কলেজ ও ৪০ জন কলকাতায় কাজ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
যাঁরা এই কোভিড ওয়ারিয়র্স ক্লাবে যুক্ত হয়ে কাজ করবেন তাঁদের একটা মাসিক বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তাঁদের থাকা-খাওয়ারও বন্দোবস্ত করা হবে প্রশাসনের তরফে। তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে রাজ্যে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৪০০। সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার। এই সুস্থ হয়ে ওঠা মানুষদের একটা বড় অংশকে কাজে লাগাতে চাইছি আমরা। তাঁদের মধ্যে যাঁরা এই কাজে যুক্ত হতে চাইবেন তাঁদেরই যুক্ত করা হবে।”
রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন সব জেলার প্রশাসনের সঙ্গে কথা বলে এই পরিকল্পনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেন, “আজকে হয়তো এর মূল্যায়ন কেউ করতে পারবে না। কিন্তু একদিন এটার গুরুত্ব সবাই উপলব্ধি করবে।”
Be the first to comment