‘গরুর যত্ন নিলে গরুও মানুষের খেয়াল রাখবে’, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

Spread the love

গরুর যত্ন নিলে গরুও মানুষের খেয়াল রাখবে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রের পশুপালনমন্ত্রী পুরুষোত্তম রূপালা। পাশাপাশি উত্তরপ্রদেশের গ্লোবাল ইনভেস্টর্স সামিটের মঞ্চে শিল্পপতিদের ভগবান শ্রীকৃষ্ণের বাণীও শোনান।

শনিবার উত্তরপ্রদেশের গ্লোবাল ইনভেস্টর্স সামিট উপলক্ষে দধীচি হলে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে দুগ্ধজাত দ্রব্য এবং পশুপালনের নানা রকম সম্ভাবনার কথা আলোচনা করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম। তিনি বলেন, ‘‘সারা বিশ্বকে একটি বার্তা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেছিলেন, যাঁরা গরুর যত্ন নেন, গরুও তাঁদের খেয়াল রাখে। শ্রীকৃষ্ণের এই বাণী আজকের দিনেও সমান ভাবে প্রযোজ্য।’’
গ্লোবাল ইনভেস্টর্স সামিটের মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, সেই মহাভারতের সময় থেকেই ভারতে যত্ন সহকারে গোপালন করা হয়। গোপালনে বিশেষ ভাবে উঠে আসে উত্তরপ্রদেশের গোকুলের নাম। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, উত্তরপ্রদেশ গোপালনে বেশ সম্ভাবনাময় রাজ্য। তাঁর আশা, একদিন আন্তর্জাতিক স্তরে দুধ উৎপাদনে প্রথম সারিতে অবস্থান করবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য। সেই লক্ষ্যপুরণেই বিনিয়োগকারীদের সহায়তা চান তিনি।

বিজেপির গো-প্রীতি নতুন কিছু নয়। কিছুদিন আগেই কেন্দ্রের তরফে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ‘গো আলিঙ্গন দিবস’ হিসাবে ঘোষণা করা হয়েছিল। সেই নিয়ে বিস্তর বিতর্ক হয়। সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু হয়ে যায়। শেষে কেন্দ্রের পশুপালন বিভাগ সেই বিবৃতি প্রত্যাহার করতে বাধ্য হয়।সেই বিতর্কের মধ্যেই এবার শিল্প সম্মেলনে গিয়ে ফের একবার গরুর বিশেষ যত্ন নেওয়ার পাঠ শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*