
রোজদিন ডেস্ক, কলকাতা:- ওয়াকফ সংশোধনী বিলের আন্দোলনের ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদে যে হিংসার পরিস্থিতি ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া রাজ্য শাখার পক্ষ থেকে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জী বলেন, এই বিলের বিরুদ্ধে আমরাও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই বিলের বিরুদ্ধে আমরাও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছি। আগামী ১৬ তারিখ সুপ্রিম কোর্টে ওই বিষয়ে শুনানি আছে। কিন্তু কোনোভাবে রাজ্যে হিংসা ছড়ানো উদ্দেশ্য নয়। এদিন তিনি আরও বলেন, তৃণমূল ও বিজেপি নিজেদের দুর্নীতি ঢাকতে এই হিংসা ছড়াচ্ছে। বাংলাদেশের থেকে খারাপ পরিস্থিতি তৈরী হচ্ছে বাংলায় বলে দাবি করেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক। ফলে শান্তি বজায় রাখতে এই সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে মানুষের পাশে রয়েছে একমাত্র বামপন্থীরা। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভাতের নয় জাতের লড়াই নামক যে ভয়ঙ্কর স্লোগান তুলেছে তার বিরুদ্ধেও সোচ্চার হয় রাজ্য সিপিআই। এদিন রাজ্য ও কেন্দ্র সরকার যেভাবে মেরুকরন তৈরী করেছে তারও তীব্র নিন্দা জানায়। স্বপন বন্দোপাধ্যায় বলেন, মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে জীবন সংসয় আর রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনে জোট সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে রাজি এমন সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট করতে আগ্রহী।
Be the first to comment