বামেদের সারারাত লালবাজার দখল, রাস্তায় বসে পড়লেন নেতা কর্মীরা

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

সারারাত লালবাজার দখল। ফিয়ার্স লেন থেকে ঘোষণা বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসুর। তাঁর এই ঘোষণাকে সমর্থন করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি জানিয়েছেন, এই শুরু। আরজি করের প্রতিবাদে আরও তীব্র হবে। বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সেই শোকের আবহে লালবাজার অভিযান হবে বলেই জানান মহম্মদ সেলিম।
আরজি করের ঘটনায় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এদিন লালবাজারের দিকে মিছিল করেন বামেরা। মিছিলের প্রথম সারিতে ছিলেন অশীতিপর বিমান বসু। ফিয়ার্স লেনে পুলিশের লৌহকপাটে এসে ধাক্কা খায় তাঁদের মিছিল। প্রায় ৯ ফিটের ব্যারিকেডের উপরে উঠে পড়েন বাম সমর্থকরা।
সম্প্রতি আরজি করের ঘটনায় লালবাজার দখলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযানেও দেখা গিয়েছিল ফিয়ার্স লেনে জুনিয়র ডাক্তারদের রাত দখলের ছবি। ওয়াকিবহাল মহলের মতে, বামেদের লালবাজার অভিযানেও শুক্রবার সেই ছবি ফিরতে পারে।
এদিন সিপিএম রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিমের অবস্থান মঞ্চ থেকে সেলিম বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাল্যবন্ধু স্বাস্থ্য দফতর চালাচ্ছে। কোনও স্বচ্ছতা নেই৷ স্বাস্থ্যসচিব কিছু জানেন না। স্বাস্থ্যব্যবস্থা চালাচ্ছে উত্তরবঙ্গ লবি।’’ তিনি আরও বলেন, ‘‘শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে। খাদ্য দুর্নীতিতে খাদ্যমন্ত্রী জেলে। সেই যুক্তিতে স্বাস্থ্য দুর্নীতিতে স্বাস্থ্যমন্ত্রীরও জেল হওয়া উচিত।’’ সেলিমের প্রশ্ন, ‘‘নন্দীগ্রামে মমতার পায়ে আঘাত লেগেছিল। তখন এসএসকেএমে সন্দীপ ঘোষ আর এসপি দাস প্লাস্টার করেছিলেন। তখন তো জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ছিল না। তা হলে কেন ওখানে চিকিৎসা হয়নি?’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*