রাজ্যে সিপিএম কংগ্রেস জোট আদৌ হবে কী?

Spread the love

কংগ্রেস হাইকম্যান্ড নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইউনাইটেড ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধ দিলেও রাজ্যের চিত্র কিন্তু খানিকটা আলাদা। মাসখানেক আগে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং এআইসিসি নিযুক্ত বাংলার পর্যবেক্ষক গৌরব গগৈ স্পষ্টই বলেছিলেন রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনও জোট হবে না। যদিও গৌরব বামফ্রন্টের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দেননি। সোমেন মিত্র অবশ্য বলেছিলেন আমরা ভিক্ষার পাত্র নিয়ে কোথাও যাব না। আগে বামফ্রন্টকেই হাত বাড়াতে হবে। এই বক্তব্যেরই পথ ধরে সিপিআইএম-এর তরফে ২৪-১৮ ফর্মুলায় কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাব দেওয়া হয় অর্থাৎ ২৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট আর ১৮টিতে কংগ্রেস।

বামফ্রন্ট যেভাবে আসন বন্টন করছেন তাতে অখুশি সোমেন মিত্র বলেন, আমাদের পছন্দ না হলে আমরা ৪২টি আসনেই প্রার্থী দেবো। এরপর বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, ২২টি আসনে প্রার্থী দেবে বামফ্রন্ট অর্থাৎ বাকি থাকল ২০টি আসন। রাজ্যে বামফ্রন্ট কংগ্রেস জোট হলে এই ২০টিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কংগ্রেস। এবার দেখার কংগ্রেস এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেয়? উভয় পক্ষের স্বদিচ্ছার উপরই নির্ভর করছে জোটের ভবিষ্যৎ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*