জল্পনার অবসান ঘটিয়ে বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটে শামিল হচ্ছে পিরজাদা আব্বাস সিদ্ধিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। আলিমুদ্দিনে জোটে বৈঠক শেষে একযোগে একথা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷
তবে ইতিমধ্যে বামফ্রন্ট ও কংগ্রেস ১৯৩টি আসনের রফা চূড়ান্ত করেছে। ৯২টি আসনে কংগ্রেস ও ১০১টি আসনে লড়াই করবে বামেরা।সূত্রের খবর, জোটের কাছে তাঁরা ৬৫-৭০টি আসন ছাড়ার দাবি জানিয়েছে।আব্বাসের দলের এই বিরাট আসনের দাবি কী ভাবে মেটানো হবে তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এদিন জোটের বার্তা দিলেও আব্বাসের দলকে কতগুলি আসন ছাড়া হবে, সেব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি বিমান বসু-অধীর চৌধুরীরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে বললেন, ‘কত আসন ছাড়া হবে তা এখনই ঘোষণা নয়। তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রথম পদক্ষেপ সফল।’ অধীরের দাবি,”রাজ্যে বাম-কংগ্রেস জটের উপর আস্থা বাড়ছে মানুষের। মইদুল ইসলামের মৃত্যু তারই প্রমাণ৷ বাংলার লড়াইটা শুধু বিজেপি-তৃণমূলের লড়াই নয়। বাংলার লড়াইটা হতে চলেছে ত্রিমুখী। বাম-কংগ্রেস জোট কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য লড়াই করছে না। নিজেরা ক্ষমতা দখলের জন্য লড়াই করছে।”
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, আব্বাসকে সঙ্গে নিয়েই আমরা লড়ব৷
Be the first to comment