তৃণমূলে ফিরলেন মুকুল রায়, তীব্র কটাক্ষ বাম-কংগ্রেসের

Spread the love

শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায়। এই নেতার দল বদলে তোলপাড় রাজ্য রাজনৈতিক। সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক কী বলছেন বাম কংগ্রেস নেতারা! এই প্রসঙ্গে প্রশ্ন করা হলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘যিনি তৃণমূলে স্বচ্ছন্দ তিনি বিজেপিতেও স্বচ্ছন্দ বোধ করবেন। আবার যিনি বিজেপিতে স্বচ্ছন্দ তিনি তৃণমূলে স্বচ্ছন্দ বোধ করবেন। এটাই স্বাভাবিক।’ এবার মুকুলের দল পরিবর্তনে এই দাবিকেই আরও জোরালভাবে সামনে রাখছেন বাম-কংগ্রেস নেতারা।

অন্যদিকে, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘মুকুল মহাজ্ঞানী। এত বড় বড় নেতারা কী বলছেন, কী করছেন তা আমাদের মতো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়।’ নিজের মন্তব্যের মধ্য দিয়ে মুকুল রায়কে তীব্র কটাক্ষ করেন তিনি। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, মুকুল রায় দলত্যাগ করেছেন। এটা গণতান্ত্রিক দেশ। যে কেউ দলবদল করতে পারেন। মানুষ সবই দেখছেন।

প্রসঙ্গত, প্রায় তিন বছর নয় মাস পর তৃণমূলে ফিরলেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল ভবনে ‘ঘরে ফিরলেন’ বিজেপির মুকুল। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে ছিলেন মুকুল। পুরনো দলে ফিরেই প্রাক্তন দল নিয়ে বিস্ফোরক মুকুল রায়। বলেন, ‘বিজেপি করতে পারছিলাম না, করব না তাই তৃণমূলে’। একইসঙ্গে তিনি বলেন, কেন ছাড়লাম পার্টি তা বিস্তারিতভাবে লিখিত জানাব।

গত কয়েকদিন ধরেই মুকুলের তৃণমূলে ফেরার জল্পনা চলছিল। শেষমেশ সেই জল্পনাই সত্যি হল। ‘মুকুল রায়কে তৃণমূলে স্বাগত জানালাম’, বললেন পার্থ চট্টোপাধ্যায়। উত্তরীয় পরিয়ে মুকুলকে দলে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে বুকে জড়িয়ে অভিনন্দনও জানান তিনি। মুকুলের সঙ্গে তৃণমূলে যোগ দিলেন শুভ্রাংশু রায়ও। তাঁকেও উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*