তারুণ্যের উপর ভরসা রাখছে সিপিএম, একঝাঁক নতুন মুখ এবারের বিধানসভায়

Spread the love

ঐশী, শতরূপ, সায়নদীপ থেকে সৃজন। সিপিএমের সম্ভাব্য প্রার্থীতালিকায় এবারে নতুন ‘ঝকঝকে’ মুখের সারি। চমক বলতে এটাই।এবার তৃণমূল-বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে দল ভরসা রাখছে তারুণ্যের প্রতিই

জেএনইউ-তে শাসক বিরোধী লড়াইয়ে ভূ-ভারতের মুখ হয়ে উঠেছেন ঐশী ঘোষ। সূত্রের খবর সেই ঐশীকে ভাবা হচ্ছে দুর্গাপুরের পূর্ব কেন্দ্রে। বরানগরের সম্ভাব্য প্রার্থী ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র।

বেহালা পূর্বের সম্ভাব্য প্রার্থী এসএফআই-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। কসবায় ফের প্রার্থী করা হতে পারে শতরূপ ঘোষকে। বালির সম্ভাব্য প্রার্থী দীপ্সিতা ধর। এসএফআই-র রাজ্য সভাপতি প্রতিকুর রহমানের নামও রয়েছে সম্ভাব্য প্রার্থী তালিকায় বলে সূত্র মারফত জানা গেছে। এদিকে টালিগঞ্জে প্রার্থী হতে পারেন দেবদূত ঘোষ বা বাদশা মৈত্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*