নিজস্ব প্রতিনিধি, হাসপাতালে ভর্তি হলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সোমবার রাতে তাঁকে দিল্লির এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাঁকে আইসিইউ-কে স্থানান্তরিত করা হয়েছে।
সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, প্রবল জ্বর, সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ইয়েচুরি। তাঁর শরীর এতটাই খারাপ হয় যে দিল্লির এইমস হাসপাতালের এমারজেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। এই মুহূর্তে তিনি আইসিইউ-তে ভর্তি রয়েছে বলে দলীয় সূত্রে খবর। তবে আপাতত স্থিতিশীল সিপিএমের সর্বভারতীয় নেতা। বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দলীয় সূত্রে খবর, জ্বর অনেক বেশি হওয়ায় তাঁর একাধিক টেস্ট করা হয়েছিল। তখন বর্ষীয়ান এই নেতার নিউমোনিয়া ধরা পরে। এরপর সঙ্গে সঙ্গেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেও আশ্বস্ত করা হয়েছে। এও জানানো হয়েছে, পরীক্ষা করার পর নিউমোনিয়া ধরা পড়ার জন্যই তাঁকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি সীতারাম ইয়েচুরির ছানি অপারেশন হয়। সেই কারণেই রুটিন চেকআপের জন্য সোমবার দিল্লির এইমসে গেছিলেন তিনি। তখনই তাঁর জ্বর লক্ষ্য করেন চিকিৎসকরা। সন্দেহ হওয়ায় পরীক্ষা করা হয়। তারপরই তাঁকে ভর্তি করা হয়। যদিও অবস্থা আপাতত স্থিতিশীল।
Be the first to comment