চাপ বাড়াচ্ছে আইএসএফ-কংগ্রেস? জোট জট কাটাতে রবিতেই বৈঠক বামেদের

Spread the love

শনিবারই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। ৭ দফায় ভোট হতে চলেছে বাংলায়। ভোট শুরু ১৯ এপ্রিল, শেষ দফার ভোট ১ জুন। কিন্তু, এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হতে বাকি ২২/২৩ আসনে। দু-একদিনের মধ্যে বঙ্গের বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা। বামেরা প্রার্থী ঘোষণা করেছে ১৬ টি আসনে। কিন্তু, বাকি আসনে কবে প্রার্থী ঘোষণা তার আভাস মিলছে না। এমনকী আইএসএফ, কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

এখনও বাম কংগ্রেসের জোট এ রাজ্যে আলাপ আলোচনার স্তরে রয়েছে। যদিও দুই পক্ষের নেতৃত্ব জানিয়েছেন, আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফলে দিন কয়েকের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা হবে কংগ্রেস এবং বামেদের। এখনও পর্যন্ত পরিস্থিতি অনুসারে আইএসএফ, কংগ্রেস আর বামেদের জোট অধরা থেকে যেতে পারে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আইএসএফ আট আসনে লড়ার কথা বললেও প্রার্থীদের নাম ঘোষণা করেনি। ধাপে ধাপে করা হবে বলে জানিয়েছেন আইএসএফ নেতৃত্ব। বামেদের সঙ্গে জোট হবে? তা নিয়ে আই এস এফ নেতৃত্ব জানাচ্ছেন, জোটের স্বার্থেই আট আসনে লড়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে এ নিয়ে বামেদের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ না হলে আরও বেশি সংখ্যায় লড়াই করবে খাম প্রতীকের দলটি।

সূত্রের খবর, প্রার্থী নিয়ে জট কাটাতে রবিবার বৈঠকে বসছে বামেরা। সিপিআইএমের সঙ্গে শরিকদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে। তারপরে আবার এই চার দল ছাড়াও ফ্রন্টে থাকা বাকি দু একটি দল নিয়ে বামফ্রন্ট বৈঠকে বসবে। যে আসন দীর্ঘদিন ধরে শরিকরা লড়ে আসছে, সেই আসনে কংগ্রেসের দাবি রয়েছে। সে কারণেই জট কাটাতে বৈঠক বলে জানা যাচ্ছে। সিপিআইএমের সঙ্গে সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক আলাদা করে বৈঠক করবে। তারপরে বামফ্রন্টের বৈঠক হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*