সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে ধর্মঘট, সমর্থনে মিছিল বামফ্রন্টের

Spread the love

কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদেই আগামী ৮ ডিসেম্বর ভারত বন্‌ধের ডাক দিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগঠনগুলি। সে দিন সর্বভারতীয় প্রতিবাদের অঙ্গ হিসেবে কলকাতায় মেয়ো রোডে গাঁধীমূর্তির সামনে অবস্থানের কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলি। জানা গিয়েছে, বামফ্রন্ট ও সহযোগী মিলে ১৬ দল ওই কর্মসূচীকে সমর্থন জানিয়েছে। ৮ ডিসেম্বর মঙ্গলবার, সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে ধর্মঘটের সমর্থনে এন্টালি মার্কেট থেকে সকাল ১১ টায় মিছিল। বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র সহ ১৬টি বাম ও সহযোগী দলের নেতৃবৃন্দ অংশ নেবেন মিছিলে। পাশাপাশি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির নেতৃবৃন্দও এই মিছিলে অংশ নেবেন।

তবে তৃণমূলও ৮ তারিখ থেকে মেয়ো রোডে বিক্ষোভ-অবস্থান ঘোষণা করায় পুলিশ শেষ পর্যন্ত কাকে কখন কর্মসূচির অনুমতি দেবে, তা নিয়ে সংশয় থাকছে। কৃষি আইনের প্রতিবাদে ও আস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৬ দলের ডাকে ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি হবে রানি রাসমণি অ্যাভিনিউয়ে। তার আগে রানি রাসমণি অ্যাভিনিউয়েই ১৬ তারিখ রয়েছে কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে সমাবেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*