কৃষক আন্দোলনের সমর্থনে পথে বামেরা

Spread the love

আজ ৩৭ দিনে পড়ল কৃষক আন্দোলন ৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে দেশের ৪০টি কৃষক সংগঠন ৷ দেশজুড়ে কৃষক আন্দোলনের সমর্থনে পথে নেমেছে দেশের বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ ৷

চলতি মাসের ৫ তারিখ গোলপার্ক থেকে হাজরার মোড়, ধাপা মাঠ পুকুর থেকে ইন্টালি মার্কেট, উল্টোডাঙা থেকে বেলেঘাটা সিআইটি মোড়, শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন, মহাজাতি সদন থেকে নারকেলডাঙ্গা খালপোল, খিদিরপুর মোড় থেকে মোমিনপুর চারবাতি মোড়, শৈলশ্রী সিনেমা হল থেকে মেটিয়াবুরুজ কিলখানা, বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ড থেকে শীলপাড়ার মোড় পর্যন্ত বৃহত্তর মিছিল করবে বামেরা।

এই মিছিলের মূল উদ্দেশ্য, মাসাধিককাল ধরে চলা কৃষক আন্দোলন সমর্থন ৷ পাশাপাশি বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে, অত্যাবশ্যকীয় পণ্য আইন লঘু করার বিরুদ্ধে, সরকারি শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবিতে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, গণপরিবহনের ভাড়া ও বিদ্যুৎ বিল অবিলম্বে কমানোর দাবিতে সরব হবে কলকাতা জেলা সিপিএম কর্মী ও সমর্থকরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*