সি পি আই (এম) রাজ্য সম্পাদক সূর্য মিশ্র বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন: ’’ক্যানিংয়ে বর্বরোচিত খুনের প্রতিবাদ করতে গিয়ে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রসহ “আক্রান্ত আমরা”র সদস্যবৃন্দ। অন্তত চারজন হাসপাতালে ভর্তি। পুলিশ গুন্ডাদের গ্রেপ্তার না করে “আক্রান্ত আমরা”র তিন সদস্যকে থানায় আটকে রেখেছে। এরাজ্যের প্রশাসন আক্রান্তদের নিরাপত্তা দিতে ব্যর্থ, বরং আক্রমণকারীদের সুরক্ষা দিতে ব্যস্ত শাসকদলের অঙ্গুলিহেলনে। এই নৈরাজ্যের অবসানে সর্বত্র তীব্র প্রতিরোধ গড়ে তুলুন। তৃণমূল হটাও, বাংলা বাঁচাও।’’
একাধিক দাবিতে কাল শুক্রবার রাজ্যজুড়ে রেল অবরোধের কর্মসূচী ডিওয়াইএফআইয়ের। কলকাতা জেলা কমিটির অবরোধ কর্মসূচী হবে ঢাকুরিয়া রেল স্ট্রেশনে। সময় বেলা সাড়ে ১১টা। এদিকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিরোধীদের উদ্দেশ্যে বলেছেন, এই সব আক্রান্তদের নিয়ে মাথা না ঘামিয়ে বাংলাকে কিভাবে বাঁচানো যায় সেদিকে নজর দিক।
Be the first to comment