জম্মু-কাশ্মীরে পঞ্চমবারের জন্য জিততে চলেছেন সিপিএমের একমাত্র প্রার্থী মহম্মদ ইউসুফ তারিগামি

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

জম্মু-কাশ্মীরে পঞ্চমবারের জন্য জিততে চলেছেন সিপিএম প্রার্থী মহম্মদ ইউসুফ তারিগামি। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের সায়ার আহমেদ রেশির থেকে ৬ হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন।

৯০ সদস্য বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় এখনকার প্রবণতা অনুযায়ী আবদুল্লাদের দল ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট পিছনে ফেলে দিয়েছে বিজেপিকে। ইতিমধ্যেই কংগ্রেস জোট অর্ধেকের বেশি আসনে এগিয়ে রয়েছে। উল্লেখযোগ্য, রাজনীতির ডামাডোলের এই বাজারে নিশ্চিত জয়ের পথে এগিয়ে রয়েছেন চারবারের বিধায়ক সিপিএম প্রার্থী তারিগামি।
দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও আসনটি সিপিএমের লালদুর্গ বলা যায়। ১৯৯৬ সাল থেকে এই কেন্দ্র থেকে তারিগামি জিতে আসছেন। এ বছরেও এনসি-কংগ্রেস জোটের সর্বসম্মতভাবে প্রার্থী মনোনীত হন সিপিএম প্রার্থী। একের বিরুদ্ধে এক প্রার্থীর তত্ত্ব মেনে তারিগামির এনসি এবং কংগ্রেস এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা না করলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিডিপি এবং অন্যান্য দল প্রার্থী দিয়েছিল।
২০১৪ সালে এই কেন্দ্র থেকেই দাঁড়িয়ে তারিগামি ২০৫৭৪ ভোটে জিতেছিলেন এবং ২০০৮ সালে জিতেছিলেন ১৭১৭৫ ভোটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*