‘স্মার্ট ফিস’ অ্যাপের মাধ্যমে বাড়ি পৌঁছে যাবে জ্যান্ত কাঁকড়া

Spread the love

অ্যাপের নাম ‘স্মার্ট ফিশ’‌। অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। অর্ডার দিলে ৩ ঘণ্টায় মিলবে। অর্ডার দেওয়া যাবে রোজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কাঁকড়াগুলির ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম হবে। দাম কেজি প্রতি প্রায় ৫০০ টাকা।

রাজ্যের মৎস্য উন্নয়ন নিগম এবং তাদের তৈরি ‘‌স্মার্ট ফিশ’‌ অ্যাপটির মাধ্যমেই অর্ডার করতে হবে। ‌স্মার্ট ফিশ নামে একটি অ্যাপ ইতিমধ্যেই চালু করেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। বাজারে চালু যে মাছগুলি আছে যেমন রুই, কাতলা, চিংড়ি, পাবদা–সহ নানারকম মাছ এই অ্যাপটির মাধ্যমে অর্ডার দিলে তা একেবারে ‘‌ড্রেসড’ বা ‘‌রেডি টু কুক’‌‌ অবস্থায় পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি।

ইতিমধ্যেই এই মাধ্যমটি বেশ জনপ্রিয় হয়েছে বলে জানা গেছে। ক্রমবর্ধমান এই চাহিদা দেখেই সিদ্ধান্ত নেওয়া হয় কাঁকড়া চালু করার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*