আরজি কর কাণ্ডে ব্যথিত প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের স্পিনার হরভজন সিং

Spread the love

অমৃতা ঘোষ:-

আরজি কর কাণ্ডে ব্যথিত হরভজন সিং (Harbhajan Singh) খোলা চিঠি দিলেন। চিঠি লেখা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার (WB Police), সিবিআই (CBI) এবং দেশের জনগণের উদ্দেশে। প্রাক্তন ভারতীয় স্পিনার লেখেন, কলকাতার মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের নরকীয় ধর্ষণের ঘটনায় অত্যন্ত দুঃখ এবং আক্রোশের সঙ্গে এই চিঠি লিখছি। বিবেক কাঁপিয়ে দেওয়া এই অকথ্য হিংসা শুধুমাত্র একজন ব্যক্তির প্রতি হামলা নয়, বরং সমাজের প্রতিটি নারীর সম্মান এবং সুরক্ষার প্রতি আঘাত।
ভাজ্জি আরও লেখেন, ঘটনার পর এক সপ্তাহের বেশি হয়ে গেলেও এখনও কোনও দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণেই চিকিৎসক মহল প্রতিবাদে পথে নেমেছে। তাঁদের প্রতিবাদকে আমি সর্বান্তঃকরণে সমর্থন করছি। এই প্রতিবাদের জন্য রোগীদের সমস্যা হচ্ছে ঠিকই কিন্তু কর্তৃপক্ষের অসক্রিয়তা আর কোনও রাস্তা রাখেনি।
প্রাক্তন ক্রিকেটার বলেন, আমি পশ্চিমবঙ্গ সরকার এবং তদন্তকারী সংস্থা সিবিআইকে আর্জি জানাচ্ছি, অবিলম্বে পদক্ষেপ নিন যাতে দোষীদের শাস্তি হয়। শুধু পশ্চিমবঙ্গ সরকার কেন, এই ধরনের ঘটনার খবর সারা দেশ থেকে শোনা যায়। ভবিষ্যতে এসব আটকাতে পদক্ষেপ নেওয়া হোক।

 

পরিশেষে হরভজন লেখেন, আমি ওই চিকিৎসকের জন্য সুবিচার চাই। আমি নিরাপদ সমাজ চাই। আমি ইতিবাচক বদলের দাবি করছি এবং বিচারের দাবিতে চিকিৎসকদের পাশে রয়েছি।

হরভজনের মতো আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন সূর্য়কুমার যাদবও। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘আপনার মেয়েকে রক্ষা করুন।’’ তার পরে সেই লাইন কেটে দিয়ে সূর্য আরও লিখেছেন, ‘‘আপনার ছেলেকে শিক্ষিত করুন, এবং আপনার বাবাকে, আপনার স্বামীকে এবং আপনার বন্ধুদেরও।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*