কলকাতাঃ ফের জটিল অস্ত্রোপচার শহরে। অস্ত্রোপচারের পর রুগির পেট থেকে বের করা হলো ১৯ কেজি ৪০০ গ্রাম টিউমার। সল্টলেকে আনন্দোলক হাসপাতাল এই বিরল অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর এখন রুগি ভালো আছেন। সের আলি সাপুই(৫০)। বাড়ি বসিরহাটে। গত ৪ বছর ধরে তিনি পেটের যন্ত্রনায় কাতরাচ্ছিলেন। শহরের একাধিক নামী নাসিংহোমে তিনি ডাক্তারকে দেখিয়েছিলেন। এক মাস আগে তিনি SSKM হাসপাতালে আল্ট্রাসোনগ্রাফি করান। তখনই পেটের মধ্যে এই টিউমারটি ধরা পরে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এই অস্ত্রোপচারে করতে চান নি। কারণ এই অস্ত্রোপচারটি খুবই জটিল ছিলো। তাই যে কোনও সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটে যেতে পারে।
এর পর সের আলি সাপুই গত শক্রবার সল্টলেকে আনন্দোলক হাসপাতালে আসেন। ডঃ জে কে সাহাকে তিনি তার সমস্ত পেটের রিপোর্ট দেখান। এর পর ডঃ জে কে সাহা তার পেটের আলট্রাসোনগ্রাফি করান। সেখানে পেটে টিউমার ধরা পরে। এর পরই তাকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। আজ সকাল ৮টা নাগাদ অস্ত্রোপচার করা হয়। পেট থেকে ১৯ কেজি ৪০০ গ্রাম টিউমার বের করা হয়। অস্ত্রোপচার পুরোপুরি সফল। রুগি এখন ভালো আছে। তাকে জেনারেল বেডেও দেওয়া হয়েছে। এক সপ্তাহ তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। তার পর তাকে ছুটি দিয়ে দেওয়া হবে।
ডঃ জে কে সাহা বলেন, “ডাক্তারি ভাষায় এই টিউমারটিকে বলা হয় “লাইপো সারকোমা”। এটা একেবারে জটিল অস্ত্রোপচার। কিন্তু কোনও হাসপাতাল বা কোনও ডাক্তারই অস্ত্রোপচারের ঝুঁকি নেয় নি। কিন্তু এর ফলে রুগিটি খুবই কষ্ট পাচ্ছিলেন। কিন্তু এখন রুগিটি পুরোপুরি বিপদ মুক্ত। খুব শীঘ্রই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে”
Be the first to comment