৪-২ গোলে জিতে ২০১৮ বিশ্বকাপ ঘরে তুলল ফ্রান্স ৷ রবিবার ক্রোয়েশিয়া শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেছিল ৷ একের পর এক আক্রমণ আছড়ে পরছিল ফ্রান্সের গোল দুর্গে ৷ কিন্তু ১৮ মিনিটে প্রথম দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে ৷ গ্রিজম্যানের ফ্রি কিক নিজেদের জালে জড়িয়ে দেন ক্রোয়েশিয়ার মান্দজুকিচ ৷ এরপর ২৮ মিনিটে সমতা ফেরান পেরিসিচ ৷ ভিদার বাড়ানো বল বাঁ পায়ের জোরালো শটে গোলে পাঠাতে ভুল করেননি তিনি। খেলার ফলাফল তখন ১-১ ৷ এরপর আবার ঘটে যায় অঘটন। পেরিসিচের হ্যান্ডবলের খেসারত দিতে হয় দলকে ৷ পেনাল্টি থেকে গোল করতে এতটুকু ভুল করেননি ফরাসি তারকা গ্রিজম্যান ৷ ২-১ গোলে পিছিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে ক্রোয়েশিয়া ৷
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে ঝড় তোলে ফ্রান্স ৷ যার ফল মেলে হাতে-নাতে। ৫৯ মিনিটে এমব্যাপের বাড়ানো বল পেরে দুরন্ত গোল করেন পল পোগবা ৷ এছাড়াও টিন এজার হিসেবে বিশ্বকাপের ফাইনালের গোল করে নিজের জাত চেনালেন এমব্যাপে ৷ তখন খেলা গড়িয়েছে ৬৫ মিনিটে ৷
এরপরেও অবশ্য ক্রোয়েশিয়া শেষ কামড় দিতে ছাড়েনি ৷ ৬৯ মিনিটে মান্দজুকিচ একটি গোল শোধ করে ব্যবধান কমান ৷ কিন্তু ফ্রান্সের থেকে কাপ ছিনিয়ে নিয়ে আসার জন্য সেই চেষ্টা যথেষ্ট ছিল না ৷
Be the first to comment