ভগবতপুরে রাজ্যের যে একমাত্র কুমির প্রজনন কেন্দ্রটি রয়েছে তা বর্তমানে এক গুরুত্বপূর্ণ পর্যটনস্থল হিসেবে খ্যাতি লাভ করেছে। এই কেন্দ্রটির সম্প্রসারণের জন্য শীঘ্রই ১০ বছরের একটি প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার।
জানা যায় ১০ বছরের পরিকল্পনার অংশ হিসেবে এই অঞ্চলের প্রভূত উন্নয়ন করা হবে। পার্কের আয়তন দ্বিগুন করা হবে, যার ফলে কুমীরের সংখ্যা আরও বাড়বে। তিন বছর বয়েস হলে এই কুমীরগুলিকে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হয়। এছাড়া পূর্ণবয়স্ক কুমীরের সংখ্যা ২০ ছাড়ালে তাদের নদীতে ছেড়ে দেওয়া হয়।
Be the first to comment