সোমবার ঈদ ৷ উপত্যকায় মানুষের সমাগম বাড়ার সম্ভাবনা ৷ রয়েছে উৎসবের বিশেষ প্রার্থনাও ৷ এদিকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই কাশ্মীরে বন্ধ ইন্টারনেট পরিষেবা ৷ উৎসবে ঘরে ফিরতে উৎসুক তাঁরা ৷ উদ্বেগে দিন কাটছে ৷ আর এই উৎসবের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিলো প্রশাসন ৷ উপত্যকা, বিশেষ করে কাশ্মীরের জন্য নতুন হেল্পলাইন নম্বর (9469793260) চালু করল CRPF ৷ উপত্যকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার জন্য এই বিশেষ হেল্পলাইন চালু হলো ৷
যে কোনও সাহায্যে এই বিশেষ হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে ৷ CRPF-মাদাদগার নামে একটি টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে একথা জানানো হয়েছে ৷ উৎসব উপলক্ষ্যে কাশ্মীরে ফিরছেন পড়ুয়া ও ভিন রাজ্যে কর্মরত মানুষজন ৷ তাঁদের জন্য এই হেল্পলাইন চালু করা হয়েছে । কারণ সরকারের পূর্বঘোষিত 14111 নম্বরটি কাজ করছে না, জানিয়েছেন আধিকারিকরাই ৷ স্থানীয় থানায় এই নম্বরটি শেয়ার করা হয়েছে, যাতে পরিজনদের সঙ্গে সংযোগে কোনওরকম সমস্যা না হয় ৷ জনগণের সুবিধার্ধে ৩০০টি বিশেষ টেলিফোন বুথও বসানো হয়েছে উপত্যকায়।
Be the first to comment