গত এক বছর ধরে কাউকে কিছু না জানিয়ে ডিউটিতে যোগ দেয়নি এক আধাসামরিক বাহিনীর সিআরপিএফ জওয়ান। আর এই কাজে যোগ না দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। স্থানীয়সূত্রে জানা যায় অভিযুক্ত সিআরপিএফজওয়ানের নাম ইসমাইল মন্ডল।
অভিযোগ গত ২০১৭ সালের মে মাসে ওইজওয়ান ব্যক্তিগত কারণ দেখিয়ে একমাসের ছুটি নেন। অফিসের উর্দ্ধতন কর্তৃপক্ষ তাঁর ছুটি মঞ্জুর করেছিলন। তারপরে এক বছর হয়ে গেলেও সেইডিউটিতে আর যোগ দেননি তিনি। ভারতীয় আধাসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষতার সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয়। নিরাপত্তা বাহিনীতে এরূপ কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে সিআরপিএফের আদালত থেকে ম্যাজিস্ট্রেট উত্তর ২৪ পরগণা জেলা পুলিশসুপারের কাছে ওই জওয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আর ওই গ্রেপ্তারের নির্দেশ পেয়ে অভিযুক্ত জওয়ান ইসমাইল মন্ডলকে তার বনগাঁর পাইকপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত জোয়ান জানান, তার চাকরি করতে ভালো লাগে না।
পাশাপাশি দীর্ঘদিন পরিবারকে ছেড়ে তিনি কর্তব্য পালন করতে গিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন।তাই তিনি স্থির করে নিয়েছিলেন আর চাকরি করবেন না। জওয়ান ইসমাইলের ভাই জয়নাল বাবু জানান, দীর্ঘদিন ধরেই ইসমাইল অর্শ রোগে ভুগছে। এখনো সে চাকরি ছাড়েনি। তবে অফিস কে না জানিয়ে ইসমাইল ভুল করেছে সে বিষয়টি তিনি স্বীকার করে নেন।
Be the first to comment