রাজকুমার ঘোষ –
ব্রাভো… ব্রাভো… ব্রাভো… আইপিএলের উদ্বোধনী ম্যাচের শেষে সারা মাঠ জুড়ে এই নামটাই সর্বত্র ছড়িয়ে পড়ছিলো। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একাদশতম আইপিএলের উদ্বোধনী ম্যাচে দারুণ উত্তেজনাপূর্ণ লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১ উইকেটে হারিয়ে দিলো চেন্নাই সুপার কিংস। যদিও চেন্নাই ইনিংসের শুরু থেকেই নড়বড়ে অবস্থা ছিলো। বোঝাও যায়নি যে চেন্নাই ম্যাচটা কোনোভাবে জিতে যাবে। দলের সব ব্যাটসম্যান একের পর এক আউট হয়ে যাচ্ছে কিন্তু একদিকে ধরে রেখেছিলেন চেন্নাই সুপারকিংসের অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। তিনি একার হাতে ম্যাচটাকে মুম্বাইয়ের হাত থেকে কেড়ে নিলেন। তাঁর মাত্র ৩০ বলে ৬৮ রানে দুর্দান্ত ইনিংসে ছিলো ৩টে চার এবং ৭টি ছক্কা। ২৪ বলে ৫১ রান বাকি ছিলো চেন্নাইয়ের এই ম্যাচ জেতার জন্য। চেন্নাইয়ের হাতে ছিলো মাত্র ১ উইকেট। তাও আবার আহত কেদার যাদব, যিনি ব্যাট করার সময় চোটে পেয়ে মাঠের বাইরে চলে যান। ব্রাভো যখন আউট হলেন তখন দরকার ছিলো ৬ বলে ৭ রান। কেদার যাদব লক্ষ্যে স্থির ছিলেন। ব্রাভোর ঐরকম একটি দুঃসাহসিক ইনিংস দেখার পর কেদার যাদব মুস্তাফিজুর রহমানের ওভারে একটি ছক্কা এবং একটি চার মেরে চেন্নাইকে জিতিয়ে দেন। দলের বাকিরা সেভাবে রান করতে পারেননি। শেন ওয়াটসন (১৬), রায়াডু(২২), রায়না (৪), ধোনি (৫)। মুম্বাইয়ের হয়ে এদিন সফল বোলার হার্দিক পান্ডিয়া (৩টি উইকেট) এবং নবাগত মায়াঙ্ক মারকান্ডে (৩ উইকেট)। ম্যান অব দ্য ম্যাচ হন ডোয়েন ব্রাভো।
তবে এর আগে মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বলিউড তারকাদের উজ্জ্বল পারফরম্যানসের সাথে সাথে এবারের একাদশতম আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেলো। টসে জিতে চেন্নাই সুপারকিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মুম্বাইকে ব্যাট করতে পাঠান। নির্ধারিত ২০ ওভারে মুম্বাই ইন্ডিয়ানস ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মার(১৫) ব্যাট আজ কথা বলেনি। এদিন দলের হয়ে ভালো ব্যাট করেন ক্রুনাল পান্ডিয়া (৪১*), সুর্য কুমার যাদব (৪৩), ইষান কিশান(৪০) এবং হার্দিক পান্ডিয়া(২২*)। চেন্নাই সুপারকিংসের হয়ে আজ সফল বোলার বর্ষীয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। ওয়াটসন ২ উইকেট দখল করেন।
ফাইল ছবি
Be the first to comment