এবারের আইপিএলে প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচ জিতে আশা জাগিয়েছিলো প্রীতি জিন্টার দল কিংস ইলেভেন পাঞ্জাব। দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। এই আসরের শুরুর দিকে কতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলো। তাদের জয়ের মূল স্থপতি ছিলো লোকেশ রাহুল। এমনকি ক্রিস গেলও দুর্দান্ত কিছু পারফরম্যান্স করেছিলো। কিন্তু শেষদিকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। এমনকি গতকাল পুনেতে গ্রুপের শেষ খেলাতেও তারা ৫ উইকেটে হারলো ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে। শেষ চারে প্লে অফ খেলতে তাদের জায়গায় চলে গেলো রাজস্থান রয়্যালস।
গতকালের ম্যাচে চেন্নাই টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায়। পাঞ্জাব ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৩ রান করে। প্রথম দিকের তিন ব্যাটসম্যান রাহুল, গেল এবং ফিঞ্চ পুরোপুরি ব্যর্থ। রান করেন মনোজ তিওয়ারী(৩৫), ডেভিড মিলার(২৪) এবং করুন নায়ার (৫৪)। ৪টে উইকেট নেন চেন্নাইয়ের হয়ে লুঙ্গি এঙ্গিডি। জবাবে পাঞ্জাব ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। সুরেশ রায়না ৬১ রান করে নট আউট থেকে যান। দিপক চাহার করেন ৩৯ রান। ম্যাচের সেরা হন লুঙ্গি এঙ্গিডি।
Be the first to comment