আজ আইপিএলে দুটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি ছিলো বিকেল ৪টে থেকে পুনেতে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ। চেন্নাই অধিনায়ক টসে জিতে ব্যাঙ্গালুরুকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আজ আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন উইকেটকিপার-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। ডেভিলিয়ার্স ফিরেছেন দলে। তবুও লো-স্কোরিং ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে সহজেই ৬ উইকেটে হারিয়ে দিল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। ৭টি ম্যাচ জিতে চেন্নাই প্লে-অফের খুব কাছে পৌঁছে গেল। অন্যদিকে, হেরে গিয়ে কঠিন হয়ে গেলো বিরাটদের প্লে-অফে যাওয়া। এদিন প্রথম ব্যাট করে ব্যাঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ পুরোপুরি ব্যর্থ। ব্রেন্ডন ম্যাকালাম (৫), বিরাট (৮), এবি ডিভিলিয়ার্সরা (১) রান পাননি। রান পান এই আসরে প্রথম ম্যাচ খেলতে নামা পার্থিব প্যাটেল (৫৩)। এদিন বিরাটদের কাছে ঘাতক হিসাবে দেখা দিয়েছে দুই স্পিনার রবীন্দ্র জাদেজা(৩ উইকেট) এবং হরভজন সিং (২ উইকেট)।
জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বিশেষ অসুবিধা হয়নি। প্রথম দিকে ৪টি উইকেট নিয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন উমেশ যাদবরা। পরে ধোনি (৩১ নট আউট) ও ডোয়েন ব্র্যাভো (১৪ নট আউট) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪ উইকেট হারিয়েই ১৮ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই।
ম্যান অব দ্য ম্যাচ হন রবীন্দ্র জাদেজা।
ফাইল ছবি
Be the first to comment