ধোনীর চেন্নাই আজ উড়িয়ে দিলো রাজস্থানকে

Spread the love

আজ আইপিএলে পুনের মাঠে (যেই মাঠটি এখন চেন্নাই সুপারকিংস-এর ঘরের মাঠ হয়েছে) রাজস্থান রয়্যালস কার্যত উড়ে গেলো ধোনীর চেন্নাই সুপারকিংস-এর কাছে। রাজস্থান হারলো ৬৪ রানে। গতকাল এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি করেছিলেন ৩৯ বছর বয়সী ক্রিস গেল হায়দ্রাবাদের বিরুদ্ধে। আজও আর এক বর্ষীয়ান ক্রিকেটার শেন ওয়াটসন আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি করলেন। এবং করলেন তাঁরই পুরোনো দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এদিন রাজস্থান রয়্যালস টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় চেন্নাইকে। চেন্নাই সুপারকিংস ২০ ওভারে ৫ উইকেটে ২০৪ রান সংগ্রহ করে। ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে শেন ওয়াটসন ৫৭ বলে দুর্দান্ত ১০৬ রান করেন। এছাড়াও এই ম্যাচে চোট থেকে ফিরে এসে সুরেশ রায়না ৪৬ রান করেন। রাজস্থানের হয়ে ভালো বল করেন শ্রেয়স গোপাল। তার বোলিং ফিগার, ৪-০-২০-৩।
জবাবে রাজস্থান রয়্যালস ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে মাত্র ১৪০ রানে সবাই আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন বেন স্টোকস(৪৫)। চেন্নাই এর হয়ে এদিন ৭জন বোলার বোলিং করেন। এদের মধ্যে উইকেট দখল করেন দীপক চাহার (২), শার্দুল ঠাকুর (২), শেন ওয়াটসন (১), ইমরান তাহির (১), ডোয়েন ব্রাভো (২), কর্ণ শর্মা (২)।
ম্যাচের সেরা নির্বাচিত হন অলরাউন্ডার শেন ওয়াটসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*