আজ রবিবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হলো সানরাইজ হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস। দারুণ উত্তেজক লড়াই হলো দুই দলের মধ্যে। মাত্র ৪ রানে হায়দ্রাবাদকে হারিয়ে ৪টে ম্যাচ জিতে গেলো ধোনির চেন্নাই সুপার কিংস।
এদিন হায়দ্রাবাদের মাঠে হওয়া এই ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়। দুই ওপেনার শেন ওয়াটসন এবং প্রথম ম্যাচ খেলতে নামা ফাফ ডু প্লেসিস খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছেন। ভুবনেশ্বর কুমার আউট করেন শেন ওয়াটসনকে (৯) এবং রশিদ খান আউট করেন প্লেসিসকে (১১)। চেন্নাই সুপার কিংস প্রথম ১০ ওভারে সংগ্রহ করেছিল ২ উইকেটে ৫৪। এরপর ব্যাট হাতে সুরেশ রায়না এবং আম্বাতি রায়ডু জুটি দুর্দান্ত ব্যাট করে চেন্নাই ইনিংসকে টানেন। মাত্র ৩৭ বলে ৭৯ রান করেন আম্বাতি রাউডু। রাইডু ৯ টা চার ও ৪টে ছক্কা মারেন। রায়না ৫৪ রান এবং ধোনি ২৫ রানে নট আউট থাকেন। চেন্নাই ২০ ওভারে ৩ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। জবাবে হায়দ্রাবাদ ব্যাট করতে নামে। চোটের কারণে ওপেনার শিখর ধাওয়ান এই ম্যাচ খেলেননি। শুরুতেই দু উইকেট হারায় হায়দ্রাবাদ। অধিনায়ক কেন উইলিয়ামসন একার লড়াইয়ে হায়দ্রাবাদের ইনিংসকে টানিতে থাকেন। শেষের দিকে ইউসুফ পাঠান হায়দ্রাবাদ অধিনায়ককে সঙ্গ দেন। দুজনের লড়াইয়ে বেশ উত্তেজক পজিশনে চলে এসেছিলো এই ম্যাচ। উইলিয়ামসন ৮৪ (৩ টে চার ও ৫টা ছক্কা) এবং পাঠান ৪৫ (১টি চার এবং রান করে প্যাভিলিয়নে ফিরে যান। রশিদ খান মাত্র ৪ বলে ১৭ রান করেও দলকে জেতাতে পারেননি।
তবে হায়দ্রাবাদ ম্যাচটা হারলেও বেশ সংঘর্ষপূর্ণ ম্যাচ হয়েছে। ম্যাচের সেরা হয়েছেন অম্বাতি রায়ডু।
ফাইল ছবি
Be the first to comment