২২ মে, ২০১৮ শনিবার আইপিএলের প্রথম প্লে অফ ম্যাচে এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ে সানরাইজ হায়দ্রাবাদাকে হারিয়ে ফাইনালে প্রথম দল হিসাবে চলে গেলো চেন্নাই সুপার কিংস। দুবছর নির্বাসন থেকে ফেরার পর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই আবার আইপিএলের ফাইনালে খেলবে। যদিও এদিনের ম্যাচে শুরু থেকেই বোঝা যায়নি কোন দল ফাইনালে খেলবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম প্লে অফ ম্যাচে টসে জিতে ধোনি হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠায়। শুরু থেকেই হায়দ্রাবাদের ইনিংস নড়বড়ে অবস্থায় ছিলো। ওপেনার শিখর ধাওয়ান ০ রানে আউট হন। এরপর একে একে প্রথম সারির ব্যাটসম্যানরা ফিরে যান। ১৫ ওভারে ৬ উইকেটে হায়দ্রাবাদ ৮৮ রান তোলে। শেষের দিকে কার্লোস ব্রেথওয়েট ২৯ বলে ৪৩ রান করে হায়দ্রাবাদকে নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রানে পৌঁছে দেন।
জবাবে চেন্নাই ব্যাট করতে নামলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তাদেরও প্রথম দিকের ব্যাটসম্যানরা একের পর এক প্যাভিলিয়নে ফিরে যান। সবাই ধরে নিয়েছিল হায়দ্রাবাদ প্রথম দল হিসাবে এবারের ফাইনালে চলে যাবে। চেন্নাইও ১৫ ওভারে ৭ উইকেটে ৯২ রান সংগ্রহ করে। কিন্তু এক প্রান্ত ধরে রাখে চেন্নাই এর ওপেনার ফ্লাফ ডু প্লেসিস। মূলত তাঁর লড়াকু ৪২ বলে ৬৭ রানের ইনিংসই চেন্নাইকে ১৯.১ ওভারে ম্যাচ জিতিয়ে দেয়। চেন্নাই সুপার কিংস ২ উইকেটে এই ম্যাচ জিতে আইপিএলের প্রথম দল হিসাবে ফাইনালে চলে যায়। ম্যাচের সেরা হন ফ্লাফ ডু প্লেসিস। আগামী রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতেই তারা খেলবে হায়দ্রাবাদ, কলকাতা বা রাজস্থান যে কোনো একটি দলের সাথে।
Be the first to comment