কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ওঠার এক দিনের মধ্যেই ধোনির চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই কলকাতা নাইট রাইডার্সের। আজ, মঙ্গলবার চেন্নাইয়ের ঘরের মাঠে নামতে হচ্ছে দীনেশ কার্তিকদের। যেটা আবার নাইট অধিনায়কেরও নিজের শহর। সোমবার দুপুরে চেন্নাই উড়ে গেলেন কার্তিকরা। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য পুরো আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন কেদার যাদব। যিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চোট নিয়ে নেমে দলকে জিতিয়েছিলেন। তাই চেন্নাই এর জন্য ভীষণ বাজে খবর। এছাড়াও ফ্যাফ ডুপ্লেসি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। মঙ্গলবার তাঁরও খেলার সম্ভাবনা কম। চেন্নাইয়ের মাঠ স্পিনারদের সহায়ক। দুই দলেই আছে মারাত্মক সব স্পিনার। এই স্পিনারদের লড়াই কিন্তু ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে। কলকাতার তিন স্পিন অস্ত্রের নাম সুনীল নারাইন, কুলদীপ যাদব এবং পীযূষ চাওলা। তেমনি চেন্নাইয়ের হাতে থাকা তিন স্পিনার হলেন রবীন্দ্র জাডেজা, হরভজন সিংহ এবং ইমরান তাহির। এছাড়াও চেন্নাইয়ে আছেন অলরাউন্ডার ব্রাভো। দেখা যাক আজকে ৮টা থেকে শুরু হওয়া এই ম্যাচে কোন দলের পাল্লা ভারী!
Be the first to comment