আইপিএলের শেষ চারে সবার আগে হায়দ্রাবাদ চলে গিয়েছিলো। পয়েন্ট টেবিলে সবার ওপরে স্থান নিয়ে এবারের গ্রুপ লিগের খেলা শেষ করেছে তারা। আজ ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান পাওয়া চেন্নাই সুপার কিংস। আজ সন্ধ্যা সাতটায় শুরু হওয়া ম্যাচে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিতে গেলেই ফাইনালের টিকেট পেয়ে যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ। অন্যদিকে ধোনির দল চেন্নাই সুপার কিংসও চাইবে আজকের ম্যাচ জিতে ফাইনালে চলে যেতে। গ্রুপ লিগের শেষ ম্যাচে দুই দলের লড়াইয়ে চেন্নাই হারিয়েছিল হায়দ্রাবাদকে। পয়েন্ট টেবিলে দুই দলের সমান পয়েন্ট, কিন্তু নেট রান রেটে হায়দ্রাবাদ এগিয়ে থাকায় শীর্ষ স্থান লাভ করে তারা। এইবারের আইপিএলের আসরে আটটি দল মিলে ৫৬ ম্যাচের লড়াইয়ের পর প্লে-অফের জন্য টিকে রইল চারটি দল। এ চার দল থেকে উঠে আসবে এবারের আইপিএলে দুই ফাইনালিস্ট। রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই দুটি দল মুখোমুখি হবে চ্যাম্পিয়ান হওয়ার লড়াইয়ে।
এবারের প্লে-অফে হায়দ্রাবাদ ও চেন্নাই বাদে বাকি দুটো দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।
তৃতীয় ও চতুর্থ দল হিসেবে কলকাতা ও রাজস্থান বুধবার মুখোমুখি হবে এলিমিনেটরে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আইপিএলের নিয়ম অনুসারে শীর্ষ দুই দলের খেলা প্রথম কোয়ালিফায়ার জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর পরাজিত দল এলিমিনেটর রাউন্ডের জয়ী দলের সাথে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। সেটি অনুষ্ঠিত হবে শুক্রবার, ইডেনে। এই ম্যাচের জয়ী দলই হবে ফাইনালের দ্বিতীয় দল।
Be the first to comment