ওড়ার পরমুহূর্তেই ভেঙে পড়ল কিউবার বিমান। কম করেও ১০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হাভানা থেকে পূর্ব কিউবার হলগুইনে যাচ্ছিল এই বিমানটি। জানা যাচ্ছে, বিমানটি ৩৮ বছরের পুরানো ও সেটি ঝুঁকিবহুল অবস্থায় ছিল। ৭৩৭-২০০ বোয়িং বিমানটি মেক্সিকোর একটি সংস্থা থেকে লিজে নেওয়া এবং বিমানের পাইলট ও বিমানকর্মীরাও মেক্সিকান। কিউবার রাজধানী হাভানার হোসে মার্তি বিমানবন্দরের ১২ মাইল দূরে একটি মাঠে সেটি ভেঙে পড়ে। বিমানে যাত্রী ছিলেন ১০৫ জন। ছিলেন আরো ৯ জন মেক্সিকান বিমানকর্মী। তাদের মধ্যে কেবল তিনজন প্রাণ বেঁচেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে। আহতরা তিনজনই মহিলা। যাত্রীদের মধ্যে ছিল পাঁচটি শিশুও। কেন এই দুর্ঘটনা জানা যায়নি এখনও। বোয়িং ৭৩৭-২০০ বিমান প্রথম আমেরিকায় ওড়া শুরু করে ১৯৬৮ সালে। এই ধরনের বিমান শেষ তৈরি হয়েছিল ৩০ বছর আগে। মেক্সিকোর এই বিমানটির মালিকানার ১৫ বার হাতবদল হয়েছে। মেক্সিকো ছাড়াও কানাডা, চিলে, ক্যামেরুন, বনিন ও ক্যারবিয়ানে কাজ করেছে। পাঁচবছর এটাকে ব্যবহার করেছে মার্কিন নৌসেনা।
Be the first to comment