সরস্বতী পুজোয় হাতেখড়ির পর আজ সকালে দক্ষিণেশ্বর মন্দিরে গেলেন সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস। মন্দিরে পৌঁছে পুজোও দেন তিনি।এরপর ভবতারিণী মন্দির এবং পাশের রাধামাধব মন্দির ঘুরে দেখেন। রাজ্যপালের এই দক্ষিণেশ্বর সফরের তত্ত্বাবধানে ছিলেন মন্দিরের অছি পরিষদের সদস্য কুশল চৌধুরী।
বঙ্গের রাজ্যপালের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম দক্ষিণেশ্বরের মন্দিরে গেলেন আনন্দ বোস। তার আগে কর্মসূত্রে কলকাতায় থাকার সময়েও তিনি এই মন্দিরে পুজো দিয়েছিলেন বলে খবর।রবির সকালে রাজ্যপাল মন্দির পরিদর্শন করায় খুশি মন্দির কর্তৃপক্ষও।
রবিবার বিকেলেই রাজ্যপালের মাদার হাউস যাওয়ার কথা রয়েছে। সেখানে গিয়ে তিনি মাদার টেরিজার সমাধিস্থলে যাবেন এবং পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। রাজভবন সূত্রের খবর, বিকেল সাড়ে ৪টে নাগাদ মাদার হাউসে পৌঁছতে পারেন রাজ্যপাল।
Be the first to comment