মেয়াদ শেষ হচ্ছে লা গণেশনের। তাঁর মেয়াদ আর বাড়াতে চায় না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তাই রাজভবনে আসছেন নতুন অতিথি। এবার পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল পদে বসতে চলেছেন ডা সি ভি আনন্দ বোস। আজ, বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রপতি ভবন।
১৯৭৭ সালের আইএএস সি ভি আনন্দ বোস বর্তমানে মেঘালয় সরকারে উপদেষ্টা পদে রয়েছেন।
সি ভি আনন্দ বোস মোদি ঘনিষ্ঠ বলেই পরিচিত। ফলে জগদীপ ধনকড়ের সময়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরম আকার নিয়েছিল। ধনকড়ের মদতে রাজভবন কার্যত বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছিল বলে অভিযোগ শাসক দল তৃণমূলের। তিনি কার্যত রাজ্য বিজেপির অভিভাবকের ভূমিকা পালন করতেন বলেও অভিযোগ। তার পুরস্কারও পেয়েছিলেন ধনকড়। তাঁকে উপরাষ্ট্রপতি করে কেন্দ্রে মোদি সরকার।
অত্যন্ত বৈচিত্রময় কেরিয়ার সি ভি আনন্দ বোসের। কেরালার কোট্টায়ামের বাসিন্দা তাঁর কেরিয়ার শুরু করেন জেলা শাসক হিসেবে। ১৯৭৭ সালের এই আইএএস জেলা শাসক থেকে চিফ সেক্রেটারি হন। একসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্বও সামলেছেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের দায়িত্বে তিনি ছিলেন।
Be the first to comment