ধেয়ে আসছে সাইক্লোন আমফান। রাজ্যের দিকে ধেয়ে আসছে। আমফান হাওয়া অফিসের সকালের তথ্য সেই কথাই জানাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, ‘আমরা এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী, ১৭ তারিখ থেকে ঘূর্ণিঝড় ক্রমে উত্তর ও উত্তর পশ্চিম দিকে আগিয়ে যাবে। তারপরেই সেটি বাক নেবে উত্তর – উত্তর – পূর্ব দিকে। ধাবমান হবে উত্তর – পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের উপর দিয়ে। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এই ঘটনা ঘটবে।’
হাওয়া অফিস জানাচ্ছে, ওডিশার পারাদ্বীপ থেকে ১১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এটি । ১২৫০ কিলোমিটার দিঘার দক্ষিণে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এর আপাতত অবস্থান। ভালোরকম গতি ও শক্তি নিয়েই তা এগিয়ে আসছে বলে খবর মিলছে। অতি গভীর নিম্নচাপ আজ শনিবার রাতের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
শনিবার তিন দফায় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ইঙ্গিত পেয়েছেন আবহবিদরা। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় এমনকি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে বলে আশঙ্কা। সাইক্লোনের আছড়ে পড়ার পর উপকূলবর্তী এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে যাতে দ্রুত উদ্ধারকাজ চালানো যায় সেজন্যে ইতিমধ্যে সাগরে কোস্ট গার্ড এবং নৌবাহিনীকে তৈরি রাখা হয়েছে।
অন্যদিকে দ্রুত বিপর্যয় মোকাবিলায় রাজ্যে আসছে এনডিআরএফ। জানা যাচ্ছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি টিমকে দ্রুত বাংলায় পাঠানো হচ্ছে। আজ শনিবার সন্ধ্যাতেই তাঁদের রাজ্যে চলে আসার কথা রয়েছে। একটি দল সাগরদ্বীপে থাকবে, আরও একটি দল কাকদ্বীপে থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকেই গোটা পরিস্থিতির ওপর নজর রাখবে তারা। এমনটাই জানা গিয়েছে।
অন্যদিকে সাইক্লোনের পূর্বাভাসে কোস্ট গার্ড এবং ভারতীয় নৌসেনাতে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। কোস্ট গার্ডের সমস্ত জাহাজগুলিকে উপকূল এলাকাগুলিতে কড়া নজরদারি চালানোর জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গভীর সমুদ্রে কোনও মৎস্যজীবী রয়েছে কিনা তাও খতিয়ে দেখার জন্যে বলা হয়েছে। সেই অনুযায়ী কোস্ট গার্ডের জাহাজ থেকে গভীর সমুদ্রে মাইকিং শুরু করা হয়েছে। সেই মাইকিং শুনে যাতে এই মুহূর্তে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীরা দ্রুত উপকূলে ফিরে যায় সেই তৎপরতা চলছে বলে জানা যাচ্ছে। অন্ধ্র, ওডিশা এবং বাংলার উপকূলে চলছে কোস্ট গার্ডের এই তৎপরতা।
অন্যদিকে নৌবাহিনীকে তৈরি রাখা হচ্ছে। সাইক্লোনের পর দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্যে নৌবাহিনীর বেশ যুদ্ধজাহাজকে ওডিশা এবং বাংলার উপকূলে তৈরি রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে জোর কদমে চলছে সাইক্লোনের বিরুদ্ধে লড়াই। অন্যদিকে, রাজ্য থেকে ঠিক কত দূরে রয়েছে এই ঝড়? হাওয়া অফিস জানাচ্ছে, ওডিশার পারাদ্বীপ থেকে ১১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এটি । ১২৫০ কিলোমিটার দিঘার দক্ষিণে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এর আপাতত অবস্থান।
Be the first to comment