পূর্বাভাস আগেই ছিল। ওড়িশা এবং অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। হলোও তাই। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় দয়া। শুক্রবার সকাল থেকে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রবল ঝড়। সঙ্গে রয়েছে টানা বৃষ্টি।
ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট আগেই জানিয়েছিল ঘুর্ণিঝড় দয়ার প্রভাবে বৃষ্টি হতে পারে ওড়িশার বিস্তীর্ণ এলাকায়। এর মধ্যে পড়তে পারে কেওনঝড়, কোরাপুট, বারহা, ঝাড়সুকদা, বালানগির, সম্বলপুর এবং সুন্দরগড় অঞ্চল। ভুবনেশ্বরের আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, আগামী ৬ ঘণ্টায় এই ঘূর্ণিঝড় ক্রমশ দুর্বল হয়ে পড়বে। এবং তা সরে যাবে উত্তর-পশ্চিম দিকে।
ঘুর্ণিঝড় দয়ার প্রভাবে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ওড়িশা সরকার। ইতিমধ্যেই বিপর্যয়মোকাবিলাকারী দিলের সঙ্গে বৈঠক করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সব জেলাতেই জারি করা হয়েছে সতর্কবার্তা। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘুর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডেও।
Be the first to comment