রোজদিন ডেস্ক :- ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গের জেলায়-জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে। ফলে কলকাতার নানা এলাকা জলমগ্ন।
শুক্রবার হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত দালালপুকুর এলাকার খরকাটা গলিতে ভাসতে দেখা গেল একটি মৃতদেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গৌতম চট্টোপাধ্যায়। তিনি পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের কথায়, রাস্তায় বৃষ্টির জল জমেছিল। জমা জলে গাড়ি রেখে, গাড়িতেই ঘুমাচ্ছিলেন গৌতম। আচমকাই তিনি জলে পড়ে যান। জলে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়।
অন্যদিকে দানার প্রভাবে জল জমেছিল ভবানীপুর থানা এলাকার জাস্টিস দ্বারকানাথ রোডেও আর সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের!
ওই এলাকায় ভুজিয়ার দোকান ছিল মৃত যুবকের। সেই দোকান থেকে বার হওয়ার সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় যুবকের। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, জাস্টিস দ্বারকানাথ রোডে ‘জাস্টিস কোড’ নামে একটি বহুতল রয়েছে। সেই বহুতলের রেলিং সাজানো হয়েছিল বৈদ্যুতিক আলোয়। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত যুবক সেই ভেজা রেলিং-এ হাত দেয়। নিমেষেই বিদ্যুতের শক খেয়ে রাস্তায় ছিটকে পড়েন যুবক।
Be the first to comment