হেঁশেলে স্বস্তি। নতুন বছরে দাম কমছে রান্নার গ্যাসের। ভর্তুকিযুক্ত সিলিন্ডার সস্তা হচ্ছে প্রায় ছ’টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কমছে ১২০ টাকা ৫০ পয়সা। নতুন বছরের সাধারণ মানুষের জন্য অয়েল মার্কেটিং কম্পানিগুলির তরফে বড় উপহার ৷ ৩১ ডিসেম্বর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কমানো হয়েছে ১২০.৫০ টাকা করে ৷ ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৫.৯১ টাকা করে ৷ নতুন দাম পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হবে ৷
আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমায় এলপিজ গ্যাসের দামও অনেকটাই কমে গিয়েছে ৷ পাশাপাশি ডলারের তুলনায় টাকার দাম মজবুত হওয়ায় রান্নার গ্যাসের দাম অনেকটাই কমেছে ৷
বর্তমানে দিল্লিতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮০৯.৫০ টাকা ৷ দাম কমার পর যা ৬৮৯ টাকা হয়ে যাবে ৷ ভর্তুকিযুক্ত সিলিন্ডারের বর্তমান দাম ৫০০.৯০ টাকা ৷ যা কমে এখন ৪৯৪.৯৯ টাকা ৷
Be the first to comment