সাধারণ ও মধ্যবিত্তের জন্য সুখবর। কমলো ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত গ্যাসের সিলিন্ডার প্রতি দাম কমছে ৬.৫২ টাকা। আর ভর্তুকিবিহীন গ্যাসের সিলিন্ডার পিছু কমছে ১৩৩ টাকা। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এর ফলে দিল্লিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হল ৫০০.৯ টাকা। আর ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম হল ৮০৯ টাকা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমে গেছে। তাই রান্নার গ্যাসেরও দাম কমেছে। যদিও জুন থেকে প্রতিমাসেই বেড়েছে গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত গ্যাসের ক্ষেত্রে সেই থেকে মোট বেড়েছে ১৪.১৩ টাকা। শেষবার বেড়েছে নভেম্বরের এক তারিখ। ২.৯৪ টাকা। কিন্তু কমছে মাত্র ৬.৫২ টাকা।
Be the first to comment