কেন্দ্রীয় মূল্যসূচকের সঙ্গে সাযুজ্য রেখে DA দেওয়ার নির্দেশ দিল SAT ৷ এক বছরের মধ্যে বকেয়া DA মেটানোর নির্দেশ ৷ আগামী তিনমাসের মধ্যে জানাতে হবে DA নীতি ৷ শুক্রবার এমনই নির্দেশ দিলেন SAT-এর বিচারক রঞ্জিতকুমার বাগ ৷ একইসঙ্গে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য যে আইন আনা দরকার তার দায়িত্ব রাজ্যের উপরেই ছাড়ল স্যাট ৷ স্বভাবতই এই রায়ে উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মচারীরা ৷
এদিনের রায়ে SAT জানায়, কীভাবে ডিএ দেবে তার আইন করা রাজ্যের দায়িত্ব ৷ কনজিউমার প্রাইস ইনডেক্স অর্থাৎ সর্বভারতীয় ক্রেতা মূল্য সূচক মেনে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রনজিৎ কুমার বাগ ৷ এই রায় চ্যালেঞ্জ করতে পারে রাজ্য ৷
Be the first to comment